জাতিসংঘের উন্নয়ন সংস্থা ‘ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হলেন অভিনেত্রী, প্রডিউসার এবং সোশাল অ্যাক্টিভিস্ট জয়া আহসান।
নতুন বছরের শুরুর দিন (১ জানুয়ারি) থেকে আগামী এক বছরের জন্য জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হলেন এই অভিনেত্রী।
এর আগেও বিভিন্ন সময়ে পশুপ্রেমী এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে সোচ্চার থাকেন বাংলাদেশ এবং ভারতে সমানতালে কাজ করে যাওয়া জয়া আহসান।
এই কর্মসূচির আওতায় ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌঁছতে (এসডিজি) সচেতনতা বাড়াতে কাজ করবেন তিনি।
ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বলেন, “আমরা সৌভাগ্যবান যে, জয়া আহসান, যিনি একজন খ্যাতিমান শিল্পীই নন, সামাজিক কল্যাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ একজন ব্যক্তি হিসেবে আমাদের শুভেচ্ছাদূত হয়েছেন।”
নিজের প্রতিক্রিয়া জানাতে জয়া আহসান বলেন, “ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত হতে পেরে আমি সম্মানিত ৷ আমি অনলাইন এবং অফলাইন মিডিয়া এবং আমার যোগাযোগ আছে এমন অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে এসডিজির গোল নিয়ে কাজ করব।”
এছাড়া ইউএনডিপি’র সঙ্গে নারী-পুরুষ সমঅধিকার, দারিদ্র্য, সুশাসন, পরিবেশ এবং শক্তি নিয়ে জনসচেতনতামূলক কাজও করবেন তিনি।